
সাম্প্রতিক সংবাদ
দুঃসময় থেকে সুসময়ে মানুষ একদিন পৌঁছে দিবে মানুষকে। তার এক বলিষ্ঠ উদাহরণ আজকের এই নাগেশ্বরী মহিলা কলেজ । উত্তর ধরলার অবহেলিত জনপদের নারী উন্নয়ন ও উচ্চ শিক্ষার কথা চিন্তা করে ১৯৯১ সালে স্থানীয় বিদ্যানুরাগী ব্যক্তিবর্গ ও স্নাতকোত্তর ডিগ্রিধারী বেকার যুবকদের অক্লান্ত পরিশ্রম, নিরলস প্রচেষ্টা ও সাহসী পদক্ষেপের কারণে গড়ে উঠেছে অত্র কলেজটি। পশ্চাৎপদ নারী সমাজকে শিক্ষা-দীক্ষায় এগিয়ে নেয়ার জন্য তাদের অদম্য সাহসের ফলশ্রুতি অত্র কলেজটি। তাদের মধ্যে যারা আজ আমাদের মাঝে অনেকেই বেঁচে নেই তাঁদের রুহের মাগফেরাত কামনা করিছ। তারা হচ্ছেন- প্রাক্তন জাতীয় সংসদ সদস্য মরহুম অ,খ,ম শহীদুল ইসলাম বাচ্চু , মরহুম আলহাজ্ব সাইফুর রহমান, মরহুম আলহাজ্ব উমর আলী প্রধান, মরহুম আলহাজ্ব আব্দুল মালেক,মরহুম ডাঃ উমর আলী আহমেদ, মরহুম মহসিন আলী, স্বর্গীয় বাবু বসন্ত কুমার, মরহুম অধ্যক্ষ ইব্রাহিম আলী, মরহুম হোসেন আলী ব্যাপারী, মরহুম আলহাজ্ব...read more
মোঃ জালাল উদ্দীন
অনুন্নত এলাকার শিক্ষা বিস্তারের মহতী লক্ষ্যকে সামনে রেখে ১৯৯১ ইং সালে কুড়িগ্রাম জেলার অন্তর্গত নাগেশ্বরী উপজেলার মনিরচরে ছায়া সুনিবিড় ও মনোরম পরিবেশে নাগেশ্বরী মহিলা কলেজটি প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠার পর থেকে অভিজ্ঞ শিক্ষক মন্ডলী ও দক্ষ গর্ভনিং বডির সদস্যদের যৌথ প্রয়াসে সুনামের সাথে কার্যক্রম পরিচালিত হচ্ছে। এই শিক্ষা প্রতিষ্ঠানের অনেক কৃতি শিক্ষার্থী বাংলাদেশের সর্বোচ্চ বিদ্যাপিঠ গুলোতে পড়াশুনা সম্পন্ন করে বিসিএস সহ অন্যান্য নিয়োগ প্রক্রিয়ায় উত্তীর্ণ হয়ে সরকারি, আধা-সরকারি প্রতিষ্ঠানে কর্মরত রয়েছেন। অত্বর কলেজে বর্তমানে স্নাতক সম্মান, স্নাতক, উচ্চমাধ্যমিক সব মিলিয়ে শিক্ষার্থীর সংখ্যা প্রায় ১০০০। এইচ এস সি ও স্নাতক পর্যায়ের পরীক্ষার ফলাফলও...read more
জনাব মোঃ আইয়ুব আলী
শিক্ষা বিস্তারে নাগেশ্বরী মহিলা কলেজ একটি সুপরিচিত ও বিশ্বস্ত নাম। ঐতিহ্যবাহী এ বিদ্যাপিঠ থেকে দীর্ঘদিন ধরে সুশিক্ষিত ও সুনাগরিক হয়ে ছাত্রীবৃন্দ ছড়িয়ে পড়ছে সমগ্র দেশে। মান সম্পন্ন শিক্ষাদান শুধু নয়, আলোকিত মানুষ গড়ার ক্ষেত্রেও এ প্রতিষ্ঠানের অবদান সর্বজন স্বীকৃত। শিক্ষা বিস্তারে এ অঞ্চলে যে সমুজ্জ্বল ভাবমূর্তি তৈরী করেছে তার নেপথ্যে রয়েছে সম্মনিত শিক্ষকমন্ডলীর নিরলস শ্রম ও প্রচেষ্টা।
নাগেশ্বরী মহিলা কলেজ
নাগেশ্বরী, কুড়িগ্রাম।
Email: nmc_nag@yahoo.com
মোবাইল. 01309122453,